১৫ ডিসেম্বরে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে একটি চক্র। অথচ আমি একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল নিরহ মানুষ হয়।
আমার নাম আনোয়ার ইসলাম জাতীয়তা বাংলাদেশি আমার গ্রাম ৪নং রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়াড়ে পশ্চিম হরিণমারার স্থায়ী বাসিন্দা হয়। হরিণমারা এলাকায় আমার একটা পিএফ পাহাড়ি ক্রয়কৃত জায়গা দখলে নিতে ভূমি দখলকারীরা আমার বিরুদ্ধে মিথ্যার করে যাচ্ছে। আমি উক্ত মিথ্যাচারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মূল কথা হচ্ছে, স্টাম্প মূলে আমার ক্রয়কৃত জায়গার স্বাক্ষী ছিলো ছৈয়দ নুর প্রকাশ কালা মনু। পরবর্তীতে সে নিজেই উক্ত জমিটি আমার কাছ থেকে জোরপূর্বক দখলে নিতে এই মিথ্যাচার শুরু করেছে। দীর্ঘসময় ধরে আমার দখরীয় জমির উপর হঠাৎ তার লোভ পড়ে গেলে তার বাপ দাদার আমলের সত্ব দখলীয় জায়গায় বলে দাবী করতে থাকে। আসলে জমিটি ক্রয়সূত্রে প্রকৃত মালিক আমি।
আমার কাছ থেকে ঐ জায়গায়টি জোরপূর্বক দখলে নিতে ইতি মধ্যে আমার শাশুড় ছৈয়দ নুর ও আমার পরিবারে উপর হামলা করেছিল। আমার শশুর আহত অবস্থায় উখিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল অনেক দিন।
যা, পরবর্তীতে আমার শাশুড় ছৈয়দ নুর বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিল।
থানায় এজেহার দায়ের করার কারণে আমাকে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করার হুমকিও দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বরে ২০ইং কয়েকটি অনলাইন নিউজ ও ফেইসবুকে আমার নামে মিথ্যা ও বানোয়াট স্ট্যাটাস দিয়ে আমাকে হয়রানী করার চেষ্ট চালিয় যাচ্ছে। সন্ত্রাসী গ্রুপের লিডার আখ্যায়িত করে অবৈধ অস্ত্র ও সোনা চোরাচালান জড়িত আছি মর্মে যে সংবাদ ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের অবৈধ কর্মকান্ড আমি কখনো জড়িত ছিলাম না বর্তমানেও নেই। শুধুমাত্র জায়গার বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ গং সাংবাদিক ভাইদের কে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার লিপ্ত রয়েছে।
আমি এমন মিথ্যা ও বানোয়াট অনলাইন নিউজ ও ফেইসবুকে স্ট্যাটাসের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এহেন মিথ্যা সংবাদ পড়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আমার অনুরোধ রহিল।
প্রতিবাদকারী
নাম:- আনোয়ার ইসলাম
পিতা:- মৃত.আবদুল মোতালেব
গ্রাম:- হরিণমারা, রাজাপালং
উখিয়া, কক্সবাজার।
Discussion about this post