নিজস্ব প্রতিবেদক •
রোহিঙ্গা ক্যাম্পে অপতৎপরতা বন্ধ ও দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির উদ্যোগে শনিবার (০২ অক্টোবর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধন সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএলডিপি’র চেয়ারম্যান এম.নাজিম উদ্দিন আল আজাদ। সমাবেশ উদ্ধোধন করেন সংগঠনের সহ-সভাপতি ও পালংখালীর জনতার নেতা এম. গফুর উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। গর্জোর সভাপ্রধান সৈয়দ মনিরুজ্জামান লিটু, সবুজ আন্দোলনের সভাপতি বাপ্পি সরদার, বাংলাদেশ মুটো ফোন গ্রাহক এসোসিয়েশন এর সভাপতি
মহি উদ্দিন আহমেদ বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, বিশ্ব মানবাদিকার ফাউন্ডেশন এর মহাসচিব এম এইচ আরমান চৌধুরী, জাতীয় রাজনীতিবিদ আব্দুল জলিল,জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সভাপতি রেহানা আক্তা রেনু, সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাহার বিথী, অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান নিলয়, নারী নেত্রী ছকিনা বেগম প্রমুখ।
মানববন্ধনে এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, রাষ্ট্রের নিরাপত্তার হুমকি রোহিঙ্গা সন্ত্রসীদের অপতৎপরতা বন্ধ করতে হবে, এনজিওদের স্বেচ্ছাচারিতা ও প্রত্যাবাসন বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে, সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গাদের যাতায়াত বন্ধ করতে হবে, ভোটার তালিকা হতে রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে, নিরাপত্তা বাহিনী কর্তৃক রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা আরো কঠোর করতে হবে, রোহিঙ্গাদের হাতে লক্ষ লক্ষ অবৈধ মোবাইল ও সিম বন্ধ করতে হবে, এনজিওদের চরম স্বেচ্ছাচারিতা ও প্রত্যাবাসন বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে, সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গাদের অবাধে যাতায়াত বন্ধ করতে হবে, ক্যাম্পের বাহিরে অবাধে যত্রতত্র রোহিঙ্গাদের বিচরণ বন্ধ করতে হবে, ভোটার তালিকা হতে রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ সরকারের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পরিচালনা করতে হবে, এনজিও কর্তৃক রোহিঙ্গাদের অবৈধ সহায়তা প্রদান বন্ধ করতে হবে, রোহিঙ্গাদেরকে এনজিওতে চাকুরিতে নিয়োগ দেয়া যাবে না, অবিলম্বে রোহিঙ্গাদের এনজিও চাকুরী হতে বাদ দিতে হবে, স্থানীয়দেরকে চাকুরীতে অগ্রাধিকার দিতে হবে এবং দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে।
সমাবেশ শেষে এই জাতীয় দাবী বাস্তবায়নের লক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্প অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে বলে জানায়।
Discussion about this post