বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবির থেকে আপহৃত এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএন। সে এ-১৩ নং ব্লকের মৃত বশরের ছেলে একরাম (২২)।
মঙ্গলবার (২৬ অক্টোবর) উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং ক্যাম্প এলাকার পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, গত ২৫ অক্টোবর এ-১৩ ব্লকের জামালের মুদি দোকানের সামনে হতে ৪/৫ জন অজ্ঞাত সন্ত্রাসী অস্ত্রের মুখে জোরপূর্বক অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় একরামকে।
পরে সংবাদ পেয়ে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে আজ দুপুর পৌনে ১২টার দিকে হ্লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করে।
ক্যাম্পের ব্লক মাঝির মাধ্যমে উদ্ধারকৃত যুবককে পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।
Discussion about this post