অবিরাম বৃষ্টি
সালমা বেগম
আহা!! কি মিষ্টি.
রিমঝিম ঝরছে অবিরাম বৃষ্টি।
আকাশ মেঘে ঢাকা..
রোড ঘাট মানবহীন, রয়েছে ফাঁকা।
হিম হিম বইছে বৈরী হাওয়া,
ছমছম লাগছে শীতল ছোঁয়া।
ডালপালা নড়ছে ঝরঝর শব্দ,
চারদিক চুপচাপ নিরব নিস্তব্ধ।
রিমঝিম শব্দ টিনের চালে,
টুপ টাপ ফোঁটা পড়ে গাছের ডালে।
কালো মেঘ ঢেকে দিলো আকাশটাকে
ঘুরঘুর মেঘ ডাকে বৃষ্টির ফাঁকে।
বজ্রের শব্দে কেঁপে ওঠে বুক,
বিদ্যুৎ চমকিয়ে দেখে নেয় মুখ।
অবিরাম বর্ষায় মাঠ ঘাট থৈথৈ,
ছেলে-মেয়ে দলবেঁধে কোলাহল হৈচৈ।
সবুজ গাছপালা সতেজ হলো
আধমরা লতাপাতা প্রাণ ফিরে পেলো।
বাতাস দোল খেয়ে পাতায় পাতায়,
বৃষ্টি কে মাথা নেড়ে স্বাগত জানায়।
Discussion about this post