নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই পেশাদার রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৫।
গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১ টার দিকে উপজেলার লেচুয়াপাড়া থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে র্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারা হলো- টেকনাফের হৃীলা লেদা ২৪ নং এলএস ক্যাম্প ব্লক-এ রুম নং- ২৯৫ এর মো. কবিরের পুত্র ওমর ফারুক (২২) এবং এই ক্যাম্পের রুম নং- ১৫৬ এর মোস্তাকের পুত্র সাদেক হোসেন (২১)।
র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্র কারবারী টেকনাফ সদরের লেচুপাড়ায় সোনা মিয়ার বাড়ির উত্তর পার্শ্বে লেচুপাড়া টু হ্নীলা বাজারগামী কাচা রাস্তার উপর অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল ১ সেপ্টেম্বর রাত পৌনে ১টায় উক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজন রোহিঙ্গাকে আটক করে। পরে আটককৃতদের সাথে থাকা বস্তা ও দেহ তল্লাশী করে ১টি দেশীয় ওয়ানশুটারগান ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post