ক্রীড়া ডেস্ক:
স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের জয়রথ যেন থামছেই না। কোন দলই তাদের জয় রথ থামাতে পারছে না। রিয়ালের বিপক্ষে হারের পর সেই যে তাদের জয় রথ ছুটছে, সেটা এখনো অব্যাহত আছে।
গতরাতে তারা মুখোমুখি হয়েছিল সেভিয়ার। স্প্যানিশ লা লিগায় যে কয়েকটি শক্তিশালী দল রয়েছে তাদের মধ্যে সেভিয়া একটি। কিন্তু সেই সেভিয়াকেও পাত্তা দিল না অ্যাতলেটিকো।
গতরাতে অনুষ্ঠিত ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচের ১৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়া গোল করার পর দ্বিতীয়ার্ধে নিগুয়েজ গোল করে দলের জয় নিশ্চিত করেন।
Discussion about this post