ক্রীড়া ডেস্ক:
সম্প্রতি আইসিসি ঘোষিত দশক সেরা ওয়ানডে দলে স্থান পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তার স্বীকৃতি হিসেবে বহুল কাঙ্ক্ষিত টুপি (ক্যাপ) পেয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নীল রঙের টুপি পড়ে ছবি প্রকাশ করেছেন সাকিব।
রোববার (১৭ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত সেই টুপি পড়ে ফেসবুকে ছবি দেওয়ার পরপরই সমর্থকরা শুভেচ্ছা জানাতে থাকেন।
গেল কিছুদিন আগেই আইসিসি ঘোষিত দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল এক দশকে দীর্ঘসময় ধরে টেস্ট এবং ওয়ানডেতে সমান দাপট ধরে রেখেছেন সাকিব। তাই সহজেই টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব একাদশে জায়গা করে নেন।
সাকিব ছাড়াও সেরা এই ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ভারতের রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আছেন বিরাট কোহলি, ডি ভিলিয়ার্সদের মতো তারকা ব্যাটসম্যানও। এছাড়া উইকেটরক্ষক হিসেবে আছেন ভারতের সাবেক অধিনায়ক এম এস ধোনি। এই একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। বোলারদের মধ্যে সেরা একাদশে জায়গা পেয়েছেন মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা এবং প্রোটিয়া স্পিনার ইমরান তাহির।
এর আগে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে তৈরি করেন একটি দশক সেরা টেস্ট একাদশ। সে একাদশেও স্থান পান বাংলাদেশের সাকিব আল হাসান।
Discussion about this post