বগুড়ার একটি আবাসিক হোটেল থেকে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের মাটিডালী এলাকার গোধুলী আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। তারা ওই হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আটককৃতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, শ্রী প্রভাত, বিউটি এবং জাহিদ হাসান।
সদর থানার এস আই রুম্মান হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোধুলী আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post