কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ শামলাপুর পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব -১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী।
তিনি জানান, গ্রেপ্তার নুর মোহাম্মদ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা’র শীর্ষ কমান্ডার। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে আরসা’র বাকি সদস্যদের ধরতে শামলাপুর-বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় র্যাবের অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। এদিন ভোর সোয়া ৬টার দিকে উখিয়ার আট ডব্লিউ ক্যাম্পে ওই গোলাগুলির ঘটনা ঘটে।
Discussion about this post