উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
বুধবার (৩১মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারপাড়া এলাকয় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তির নাম মো. রিয়াদ প্রকাশ (লিয়াকত) (৩৫)। সে জালিয়াপালং পূর্ব সোনাইছড়ি এলাকার আবু শামা ছেলে বলে পুলিশ জানিয়েছেন।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির নিকট হতে ৫০৮ (পাঁচশত আট) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Discussion about this post