বার্তা পরিবেশক:
কক্সবাজারের ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ইমাম মুসলিম (রহ:) ইসলামিক সেন্টারে মিশকাত ও বুখারী শরীফের বিশেষ দরস প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফজর নামাযের পর শুরু হয়ে দুই ঘন্টা ব্যাপী চলে বিশেষ এই পাঠদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠদান করেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ও ফতোয়া বিভাগের প্রধান আল্লামা মুফতি শামশুদ্দিন জিয়া।
পাঠদানকালে তিনি বলেন, মানুষের শরীরের রোগ হলে ডাক্তারের কাছে যেতে হয়। মানুষের অন্তরেরও কিছু রোগ আছে। যেগুলো ঔষধ দিয়ে ভাল করা যায়না। ওস্তাদের শিক্ষাদানের মাধ্যমে এ রোগ উপশম হয়।
শিক্ষার্থীদের সম্বোধন করে তিনি আরো বলেন, তোমরা আমাকে সম্বর্ধনা দিয়েছো, ফুলেল শুভেচ্ছা জানিয়েছো। তাতে আমি খুশি হয়েছি। তোমাদেরকেও পড়ালেখা করে সেভাবে তৈরি হতে হবে। যাতে তোমাদেরকেও এভাবে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
প্রধান অতিথি শিক্ষক-শিক্ষার্থীদের ভালবাসায় অনুপ্রাণিত হয়ে বলেন, আমি প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত একবার ইমাম মুসলিম পরিদর্শন করব এবং সিয়া-সিত্তার বিভিন্ন কিতাবের দরস প্রদান করবো-ইনশা আল্লাহ।
মিশকাত ও বুখারী শরীফের দরস প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উমাইর এতিমখানার শিক্ষা পরিচালক আ ন ম আমিনুল্লাহ শফিক। পাঠদানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আবিদ। পাঠদানের পুর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ হাফেজ সালাহুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্নীলা দারুস সুন্নাহ মাদরাসার শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ হানিফ রাগিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা আবছার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমাম মুসলিম (রহঃ) ইসলামিক সেন্টারের শাইখুল হাদিস মাওলানা আবদুল গফুর নদীম, নির্বাহী পরিচালক মাওলানা ক্বারী ওসমান এবং শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
পাঠদান শেষে মাদরাসা, শিক্ষার্থী ও দেশবাসীর জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ও ফতোয়া বিভাগের প্রধান আল্লামা মুফতি শামশুদ্দিন জিয়া।
এরপর তিনি মাদরাসার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সুন্দর, গোছালো, মনোরম পরিবেশ ও শিক্ষার্থীদের শিষ্ঠাচার এবং ওস্তাদদের পাঠদান পদ্ধতি দেখে তিনি খুবই মুগ্ধ হন।
Discussion about this post