আলাউদ্দিন সিকদার, বিডি দর্পণ –
কক্সবাজারের টেকনাফ থানাধীন উত্তর বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২৩,৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃত দুই রোহিঙ্গা হলেন- মোঃ হোসেন ইকরাম (২৯), পিতা- মোবারক হোসেন, মাতা- খুর্শিদা বেগম, ক্যাম্প-২৭ (ব্লক-এ), এবং মোঃ রফিক (২১), পিতা- জমির হোসেন, মাতা-মরিয়ম খাতুন, ক্যাম্প-২৬ (ব্লক-ই)।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১৫ (কক্সবাজার) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের সামনে টেকনাফ-কক্সবাজার পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ (কক্সবাজার) এর একটি চৌকস আভিযানিক দল পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোঃ হোসেন ইকরাম (২৯) ও মোঃ রফিক (২১) নামের দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে।
তিনি আরও জানান, পরে ধৃত আসামিদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২৩,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post