নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের শীর্ষস্থানীয় ইয়াহিয়া গ্রুপ পরিচালিত দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকা জেলায় শীতে ক্ষতিগ্রস্ত সংবাদপত্র হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
এই শীতে ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইয়াহিয়া কক্সবাজার জেলার সংবাদপত্র হকারদের দুর্ভোগ কমানোর জন্য এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
তারই ধারাবাহিকতায় ৩০ডিসেম্বর(বুধবার) বিকেলে ঈদগাঁহ বাস ষ্টেশনে ঈদগাঁহ হকার সমিতির সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক আজকের দেশবিদেশ’র ঈদগাঁহস্থ নিজস্ব প্রতিবেদক সেলিম উদ্দীন।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান, ঈদগাঁহ ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী হকারদের মধ্যে শীতবস্ত্র তুলে দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ সত্যিই যুগোপযোগী ও প্রশংসনীয়।
শীতের প্রকোপের কারণে পত্রিকার হকাররা ঈদগাঁহ’র আনাচে-কানাছে পত্রিকা বিলি করতে পারছে না।
এ ক্ষেত্রে শীতবস্ত্র বিতরণ কার্যকরি ভূমিকা রাখবে। আশা করি হকারদের সুরক্ষার জন্য পত্রিকাটি ইতিবাচক আরো কিছু করার পদক্ষেপ অব্যাহত থাকবে।
এসময় অন্যদের মধ্যে দৈনিক রুপসীগ্রাম ঈদগাঁহ প্রতিনিধি এম সরওয়ার শিফা, সিপ্লাস টিভি’র ক্যামরাপার্সন মনিরুল ইসলাম, ঈদগাঁহ হকার সমিতির সভাপতি মহিউদ্দীন সিকদার মাহিন, সাধারন সম্পাদক রবি উল্লাহ, সমিতির সিনিয়র সদস্য উসমান গনি, নুরুল হুদা,মোহাম্মদ পারভেজ, শিমুল কান্তি দে, নুরুল আলম, রবিউল হাসান ও মো. হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post