নিজস্ব প্রতিবেদক, উখিয়া:
বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর উদ্যোগে ও ইউএন উইমেনের আর্থিক সহযোগিতায় স্থানীয় কমিউনিটি সদস্যদের জীবনমান উন্নয়ন ও জীবিকা নির্বাহ, অধিকার প্রতিষ্ঠা, সমাজের পিছিয়েপড়া নারী-কিশোরীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ণ এবং সমস্যাপীড়ত নারী-কিশোরীদের প্রতি সহায়তা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সহিংসতা প্রতিরোধ, সামাজিক নিয়মনীতি পরিবর্তন এবং জেন্ডার সমতা বৃদ্ধিতে অবদান রাখতে ও স্থানীয় নারীদের সবজি চাষাবাদের উপর দক্ষতা অর্জনের লক্ষে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়েছে। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
গতকাল (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড়ের খেদার খোলা নামক এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনপিএসের উদ্যোগে উক্ত শাক-সবজি চাষাবাদের উপর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেন।
সবজি চাষাবাদের উপর আয়োজিত প্রশিক্ষণ ও কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক আলোচনা করেন, উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: নিজাম উদ্দিন। এসময় তিনি গ্রামের পিছিয়ে পড়া নারীদের কৃষিক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান। নারীরা এগিয়ে আসলে কৃষির আরো উন্নয়ন করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। বাড়ির আশপাশের বা আঙ্গিনায় পরিত্যক্ত ও অনাবাদি জমিতে শাক সবজির চাষবাদ করে পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। তাই অনাবাদি জমিতে চাষাবাদ করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন করার আহ্বান করেন।
সবজি চাষাবাদের উপর আয়োজিত ৭ দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জাহের উদ্দিন ও আবু তাহের মাহমুদ।
বিএনপিএস আয়োজিত প্রশিক্ষণের সমাপনী দিনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট কো-অডিনেটর সঞ্চিতা মল্লিক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মশিউর রহমান। প্রশিক্ষণে ২১ জন নারী উদ্যোক্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় তিন ব্যাচে মোট ৬১ জন নারী “সমতা” (সিবিও) দলের সদস্যকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর পক্ষ থেকে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন।
Discussion about this post