নিজস্ব প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় নারীদের কর্মমুখী ও দক্ষতা বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থা “বাংলাদেশ নারী প্রগতি সংঘ” (বিএনপিএস) এর উদ্যোগে ও ইউএন উইমেনের আর্থিক সহায়তায় মাসব্যাপী ব্লক, বাটিক ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
গতকাল বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় উখিয়া উপজেলার ব্লক বাটিক ও সেলাই প্রশিক্ষণ সেন্টারে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত সেলাই প্রশিক্ষণ উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, নারীদের আর পিছিয়ে পড়ার সুযোগ নেই। এখন নারীরা রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। যা এক সময় ছিলনা। এখন নারীরাও ফ্রিল্যান্সিংয়ের মতো পেশায় জড়িত হয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলছেন। তারা উদ্যোক্তা হিসেবে সামাজিক বৈষম্য দূরীকরণ, অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। ইতি মধ্যে অনেক পারিবারে অর্থনৈতিক সচ্ছলতা বয়ে আনছে।
তিনি বলেন, নারীরা এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। দেশ আরো উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। তাই নারীদেরকে কর্মমুখী শিক্ষাই জ্ঞান অর্জন করা উচিত। শেখার কোন বয়স নেই, চাইলে যে কোন বয়সের নারী-পুরুষ উভয়ে যে কোন সময় কর্মমুখী ও কারিগরি শিক্ষায় জ্ঞান অর্জন করতে পারে। আগামী প্রজন্মকে কারিগরি ও জ্ঞানমূলক এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নারী-পুরুষ উভয়কে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুকের মতো সমাজ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নারীদের আরো বেশি সচেতন হওয়ার আহ্বান করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর প্রকল্পের কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সঞ্চিতা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনডিপি উখিয়া উপজেলা প্রতিনিধি মোহম্মদ সেলিম উদ্দিন, উখিয়া উপজেলা ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষক স্বপনা, ব্লক বাটিক ও সেলাই প্রশিক্ষক, শাহিনা আক্তার ও রুমা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রোগ্রাম অফিসার মশিউর রহমান।
আগামী এক মাস উখিয়া উপজেলার পালংখালী ও টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের ৩২ জন নারী (সিবিও) সদস্যকে হাতে কলমে সেলাই প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নারী প্রগতি সংঘের পক্ষ থেকে সনদ বিতরণ করা হবে।
Discussion about this post