উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সল্ট ফিনান্সিয়াল লিটারেসি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। (SALT Financial Literacy International Org) পরিচালনায় (ESL spoken English) কোর্স এর প্রশিক্ষর্ণাথীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় উখিয়া উপজেলা স্যাটেলাইট ট্রেনিং সেন্টারে উক্ত সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদেশি প্রশিক্ষক অস্টিন মার্টিন, এলিটা মিলার ও জোয়েল বেকটল, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও রিপোর্টার্স ইউনিটি উখিয়া সাধারণ সম্পাদক রফিক মাহমুদ।
স্পোকেন ইংলিশ প্রশিক্ষণে দুই ব্যাচের ১৫ জন করে ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।
সনদ গ্রহণ শেষে শিক্ষার্থীরা অভিমত প্রকাশ করে বলেন, এ প্রশিক্ষণ গ্রহণ করে আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও কর্মদক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।
Discussion about this post