নিজস্ব প্রতিনিধি উখিয়া:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে মানবপাচার প্রতিরোধ কমিটির উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানবপাচার প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির আহ্বান করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
গতকাল (৩০ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ হলরুমে পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এনজিও সংস্থা ইপসা এর উদ্যোগে ও আই ও এম এর সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
মানবপাচারর প্রতিরোধ কমিটির মাসিক সভায় সীমান্তের মাদক, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক অপহরণের পর মুক্তিপণ আদায়, শিশু অপহরণ, সমুদ্র পথে মালয়েশিয়া গমন সহ নানা ধরণের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। মানবপাচার প্রতিরোধে স্থানীয়দের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরণের উদ্যোগ গ্রহণ করার আহ্বান করেন বক্তারা। বিশেষ করে মসজিদের ইমামগণ শুক্রবার জুমার নামাজের খুতবার সময় আলোচনা করা, শিক্ষকদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা, উঠান বৈঠক ও প্রচার পত্র বিলির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার অনুরোধ করেন।
সভায় উপস্থিত থেকে আলোচনা করেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মঞ্জুর, বিজিবি প্রতিনিধি তোফাজ্জল, সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মোজ্জাফর আহমদ, কৃষি সহকারি কর্মকর্তা, মো: জাহের, অধ্যক্ষ মৌ: জমির উদ্দিন, শিক্ষক জয়নাল আবেদীন, ইউপি সদস্য মিছবাহ উদ্দিন সেলিম, মো: কামাল উদ্দিন, মহিলা সদস্য নুর বানু, সাবেক ইউপি সদস্য মানিক চাকমা, আনসার ভিডিপি ইউনিয়ন কমন্ডার আব্দুস সত্তার, যুবলীগ নেতা আনোয়ার প্রমূখ।
সভা পরিচালনা করেন, ইপসা প্রজেক্ট অফিসার শুভ্র অধিকারী। উপস্থিত ছিলেন তানিম রহমান মিতু, ফিল্ড ফ্যাসিলেটটর বিলকিস জাহান। তাছাড়াও ধর্মীয় নেতা, শিক্ষক ও সমাজকর্মী সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Discussion about this post