কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পালংখালী গয়ালমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কক্সবাজার-টেকনাফ আরকান মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় নামক স্থানে এক লোক পায়ে হেঁটে সামনে যাওয়ার সময় পুলিশ দেখে উল্টো দিকে হাটা শুরু করলে পুলিশ লোকটিকে দাঁড়াতে বলে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫০ (দেড়শত) রাউন্ড রাইফেলের গুলি এবং ১০০ (একশত) রাউন্ড পিস্তলের গুলি সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অজ্ঞাত পলাতক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন এবং এর পেছনে বড় কোনো চক্র আছে কিনা তা, খতিয়ে দেখা হচ্ছে।
Discussion about this post