নিজস্ব প্রতিবেদক, উখিয়া:
উখিয়া উপজেলার পালংখালী ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভস এসোসিয়েশন (পালংখালী মডেল ফারিয়া) এর উদ্যোগে বার্ষিক বনভোজন, মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদায় ও নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী ইনানী প্যাবেল স্টোন নামক রিসোর্ট এন্ড রেষ্টুরেন্টে উক্ত বার্ষিক বনভোজন, মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পালংখালী মডেল ফারিয়ার সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠিত সভায়, অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুছা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ফারিয়ার সভাপতি রফিকুল ইসলাম।
এসময় তিনি বিভিন্ন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, যে কোন বিপদে ফারিয়ার সকল সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন। সেবামূলক কাজ করতে গিয়ে কোথাও যদি কোন ধরণের বাধার সৃষ্টি হয় তা সকলকে একযোগে মোকাবিলা করতে হবে। অন্যতায় সংগঠনের অর্জিত সুনাম নষ্ট হতে পারে। পালংখালী মডেল ফারিয়া যেভাবে সুনামের সহিত মার্কেটে কাজ করে যাচ্ছে তা ধরে রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আনসার উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সভাপতি আবু সুফিয়ান, কক্সবাজার ফারিয়ার প্রচার সম্পাদক মাজেদুল হাকিম আকিব, পালংখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন সওদাগর, পালংখালী ৮ নাম্বার ওয়ার্ডের মেম্বার ফয়েজুল ইসলাম, পালংখালী ইউনিয়ন যুব লীগের সিনিয়র যুগ্ম আহাব্বায়ক রেজাউল করিম ছোট্ট।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পালংখালী মডেল ফারিয়া সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক সারফ্রাজুল ইসলাম কৌশিক।
বার্ষিক বনভোজন ও মিলন মেলায় র্যাফেল ড্র, প্রীতি ফুটবল ম্যাচ, হাড়ি ভাঙ্গা, মোরগের লড়াইসহ বিভিন্ন খেলা ধুলা আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরণের প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সভাপতি আবু সুফিয়ান,
Discussion about this post