নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
আটক মাদককারবারি উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা রায় মোহন বড়ুয়া ছেলে আনন্দ বড়ুয়া (২৫)।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্দ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া থানা পুলিশ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মহুরীপাড়া ব্রীজের উপর থেকে ইযাবাসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমদ সনজুর মোরশেদ।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম কক্সবাজার- টেকনাফ সড়কের উখিয়া মহুরীপাড়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আনন্দ বড়ুয়া নামে এক মাদককারবারিকে আটক করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post