কক্সবাজার র্যাব-১৫ সদস্যরা আভিযান চালিয়ে উখিয়া উপজেলার পালংখালী বাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে। আটক মহিলা পালংখালী বটতলী এলাকার জুহেল আলমের স্ত্রী হাসিনা বেগম (২৯) তার পিতার সালামত উল্লাহ।
র্যাব জানান, গত (১০ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বাজার এলাকায় র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করা হয়। তখন তার হাতে থাকা ব্যাগের ভেতর হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে বলে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত মহিলাটির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Discussion about this post