শহিদুল ইসলাম:
কক্সবাজারের উখিয়ায় ইয়াবা ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ শীর্ষ এক ডাকাতকে আটক করেছে ৩৪ বিজিবি’র সদস্যরা। আটক ডাকাতের নাম গনি মিয়া (৩৬)। সে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছার খোলা বটতলী এলাকার সেকেন্দার আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানিয়েছেন, ২২ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউপি’র মোছার খোলা বটতলী গ্রামের শীর্ষ ডাকাত, সন্ত্রাসী ও ইয়াবাকারবারী ১৫ টি মামলার পলাতক আসামী মো. গনি মিয়ার বাড়িতে ৩৪ বিজিবির পালংখালী বিওপি’র সদস্যরা অভিযান পরিচালনা করে। ওই সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মো. গনি মিয়া মোটর সাইকেল যোগে পালানোর চেষ্টাকালে থাকে আটক করা হয়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে আটক আসামীর বাড়ী ও শরীরে তল্লাশী করে এবং মোটর সাইকেলের সিটের নিচে অতিকৌশলে লুকায়িত অবস্থায় বার্মিজ ২০হাজার ১০৫পিস ইয়াবা, ২টি মোবাইল, ১টি মোটর সাইকেল, ২টি দেশিয় রাম দা, ৩টি দেশিয় চাকু, ১বক্স অস্ত্র তৈরির সরঞ্জাম, ৫০টি বিজিপি’র মানকি টুপি, ১টি বিজিপি’র থ্রি কোয়ার্টার, ১টি বিজিপির গেঞ্জি উদ্ধার করা হয়।
এদিকে গনি ডাকাতকে আটকের খবরে এলাকার সাধারন মানুষের মধ্যে একধরনের উল্লাস দেখা গেছে। কারন গনি ডাকাতের কারনে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ও তার আশে পাশের মানুষ দীর্ঘদিন ধরে জিম্মি অবস্থায় ছিল। তার বিরুদ্ধে উখিয়া থানাসহ বিভিন্ন থানায় ১৫ টির বেশি মামলা রয়েছে।
আটককৃত মালামালের সিজার মূল্য ৬৬ লক্ষ ২০ হাজার টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়াও কক্সবাজারস্থ ৩৪ বিজিবির টহলদল অভিযান চালিয়ে গত এক বছরে নিরানব্বই কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার ছয়শত টাকা মূল্যের ইয়াবাসহ ২৬৯ জন আসামী আটক করার কথা জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
Discussion about this post