মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়ার সাবেক ইউএনও এস.এম গোলামুর রহমান দুলু আর নেই। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জ্যষ্ঠ উপসচিব এস.এম গোলামুর রহমান দুলু বুধবার ২৭ জানুয়ারী সকালে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি–রাজিউন)।
মরহুম এস.এম গোলামুর রহমান দুলু বিসিএস (প্রশাসন) ক্যাডার ২০ তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা নিবাসী অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মরহুম আহমদ সফির ৪র্থ সন্তান ছিলেন মরহুম এস.এম গোলামুর রহমান দুলু। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স, মাস্টার্স সম্পন্ন করে বিসিএস (প্রশাসন) ক্যাডারের গর্বিত সদস্য হিসাবে সরকারি চাকুরীতে যোগ দেন।
বুধবার ২৭ জানুয়ারী জোহরের নামাজের পর চন্দনাইশের দোহাজারী সরকারী হাসপাতাল সংলগ্ন মসজিদ মাঠে এস.এম গোলামুর রহমান দুলু’র নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
Discussion about this post