নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার নুরুল রশিদের ছেলে মাইমুন চৌধুরী (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
গত ১৫ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ৯৮৫ পিস ইয়াবাসহ মাইমুন চৌধুরীকে আটক করে পুলিশ।
আটক মাইমুন চৌধুরী উখিয়া জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।
সূত্রে জানা গেছে, মাইমুন চৌধুরী একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে। তার বড় ভাই মুন্সি বেলালের পুত্র মাহবুব আলম শাকিলকে দিয়ে তার মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
শাকিল উখিয়ার কোটবাজারের আইপিএলের জুয়ার আসর নিয়ন্ত্রণ করে। উক্ত জুয়া সিন্ডিকেটে পৃথক অভিযান চালিয়ে সাম্প্রতিক উখিয়া থানা পুলিশ ১৯ জুয়াডিকে আটক করেছিল।
Discussion about this post