নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া উপজেলায় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাপালং পূর্ব দরগারবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ সাদ্দাম হোসেন। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের সৈয়দ আলমের ছেলে।
অভিযানে একই এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ সাইফুল ইসলাম ও বদিউর রহমানের ছেলে মোঃ রফিক মিয়া নামে আরও দুজন মাদক কারবারি পালিয়ে যায়।
কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদ পেয়ে রেজুআমতলী বিওপি’র বিজিবি সদস্যরা মিয়ানমার সীমান্ত এলাকা রাজাপালংয়ের দরগাহবিলের ঠান্ডামিয়ার বাগানে অবস্থান নেয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির হাতে থাকা বস্তা তল্লাশি করে এক লাখ ৬০ হাজার ইয়াবা পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অধিনায়ক আরও জানান, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতক আসামিদের ধরতে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে।
Discussion about this post