নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে গত শুক্রবার (২ এপ্রিল) ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন উখিয়া উপজেলা প্রশাসন।
শনিবার (৩ এপ্রিল) বিকালে ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীকে জনপ্রতি সাত হাজার পাঁচশ টাকা করে নগদ অর্থ হাতে তুলে দেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
নিজাম উদ্দিন আহমেদ জানান, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের অবকাঠামো নির্মাণে ঢেউটিন প্রদানসহ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার ভোররাতে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে আগুনে ১০ টির উপরে দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় দোকানে ঘুমন্ত অবস্থায় তিন রোহিঙ্গা পুড়ে মারা যান।
Discussion about this post