নিজস্ব প্রতিবেদক :
কক্সসবাজারের উখিয়ায় অবৈধ ডাম্পার ও পাহাড় খেকোদের বিরুদ্ধে সংবাদ পরিবেষণ করায়, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর ছেলে রুবেল ও তার ১০/১২ জন ভাড়াটিয়া গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী, হত্যার উদ্দেশ্যে রিপোর্টার্স ইউনিটি উখিয়া’র সভাপতি ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য শরিফ আজাদের উপর হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে কোর্টবাজার স্টেশনের চৌরাস্তার মাথায় এ হামলা চালানো হয়। এসময় তিনি গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের বড়ভাই জসিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক শরিফ আজাদের উপর সন্ত্রাসী হামলার বিষয়ে জানতে চাইলে উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোরশেদ জানান, বিষয়টি আমি শুনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। তদন্তসাপেক্ষে ঘটনার সাথে জড়িতেদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগে নুরুল আমিন চেয়ারম্যানের পুত্র সন্ত্রাসী রুবেলের অবৈধ ডাম্পার আটকের সংবাদ পরিবেষণ করেছিলো সাংবাদিক শরীফ আজাদ।
Discussion about this post