নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়ার ব্যস্ততম কোটবাজার স্টেশনে সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
২৪ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান ও উখিয়া থানার ওসি আহম্মদ সঞ্জুর মোরশেদ ।
ইউএনও নিজাম জানিয়েছেন, স্টেশন গুলোতে ফুটপাতের উপর অবৈধ দোকানপাট ও অবৈধ পার্কিং কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এসব প্রতিরোধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে ৩৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনভোগান্তি লাঘবে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Discussion about this post