উখিয়া সংবাদদাতা :
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দেশিয় তৈরি শুটারগান ও কার্তুজসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ।
আটক যুবকের নাম মোহাম্মদ আনিস প্রকাশ সাজেন (৩০)। সে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং তুলাতলি এলাকার জাহেদ উদ্দিন ভুলুর ছেলে।
জানা গেছে, এস আই আল আমিন, এ এস আই আব্দুল্লাহ আল মামুন, এ এস আই রাজীর কুমার ও এ এস আই বিকাশের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃত কাছ থেকে ১ টি দেশীয় তৈরী শুটার গান, ৩টি বারো বোর কার্তুজ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয় বলে সূত্রে জানা গেছে।
Discussion about this post