কনক বড়ুয়া, উখিয়া –
উখিয়ায় শীতার্ত ৬০ জন অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়ণ প্রকল্পে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন প্রমূখ।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান,”এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে এই অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। এদিকে দেশে হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহ এবং শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত গ্রামীণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই তাদের কষ্ট কিছুটা হলেও কমানোর জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।”
Discussion about this post