নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় ১৯ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। শনিবার (২১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে মরিচ্যা দক্ষিণ স্টেশন থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, থাইংখালী হাকিমপাড়া ১৪ নং ক্যাম্পের (ব্লক-ই/১) শফি মোহাম্মদের রশিদ উল্লাহ (৩৬) ও থাইংখালী ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক-ডি/১) বাসিন্দা আমির হামজার ছেলে আমির হোসন (৪২)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার মরিচ্যা বাজার দক্ষিণ স্টেশনের মেসার্স আয়েশা ট্রেডার্স’র সামনে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Discussion about this post