উখিয়া প্রতিনিধি:
কক্সবাজার উখিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ লম্বাশিয়া ১নং রােহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের সৈয়দ হােসেন এর ছেলে জাফরউল্লাহকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ি ডাম্পিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ (কক্সবাজার) এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটক আসামির শপিং ব্যাগ তল্লাশি করে একটি মুঠোফোনসহ আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post