নিজস্ব প্রতিনিধি •
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে নয় হাজার ৫৭০ পিস ইয়াবাসহ মোঃ এনজাদুল হক (২৮) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত নয়টার দিকে তাকে আটক করা হয়।
আটক এনজাদুল হক বালুখালী ১২ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের কবির আহমেদের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, উখিয়ার বালুখালী পান বাজারস্থ জামাল ঝাল বিতান এন্ড রেস্টুরেন্টের সামনে সড়কের উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের কারবার চলছে এমন খবর পায় র্যাবের অভিযানিক একটি দল। পরে এই দলটি ওই স্থানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে তার হাতে থাকা পলিথিনে ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ্ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post