নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে লম্বাশিয়া ক্যাম্প আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট-বি-৩ ব্লকের শামসুল আলম মাঝির বস্তিঘরের পাশের রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন, ক্যাম্প-এফ ডব্লিউ’র সুলতান আহমদের ছেলে আব্দুল্লাহ(২২), ইলিয়াছের ছেলে ফয়সাল(২২), আবুল বশরের ছেলে সব্বির(২১) ও নুর মোহাম্মদের ছেলে আবদুল হামিদ(২০)।
আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মোঃনাইম উল হক।
Discussion about this post