এম.এ রাহাত, উখিয়া –
কক্সবাজারের উখিয়ায় ‘এবি পার্টি উখিয়া উপজেলা’ শাখায় নির্মাণ শ্রমিকদের যোগদান অনুষ্ঠান সম্পন্ন।
২২ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় উখিয়ার কোর্ট বাজারে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় এবি পার্টি উখিয়া উপজেলা শাখার সদ্য যোগদানকৃত নির্মাণ শ্রমিকদের সদস্যদের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কক্সবাজার জেলার সহকারী সদস্য সচিব এবং উখিয়া উপজেলার সদস্য সচিব জাহেদুল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা ছৈয়দুর রহমান, মোঃ শরীফ ও আব্দুর রহমান সহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহেদুল করিম বলেন, আমরা এই দেশের নাগরিক, এই দেশের মালিক আমরা জনগণ। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
এছাড়া তিনি এবি পার্টির সম্পর্কে ধারণা দেন এবং সবাইকে এক হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে, দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
Discussion about this post