কক্সবাজারের উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা বলে জানায় বিজিবি।
শুক্রবার ভোররাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতেরবিল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির গণমাধ্যমকে জানান, ৩৪ বিজিবির আওতাধীন বালুখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রহমতেরবিলের সীমান্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়।
কতিপয় চোরাকারবারি মিয়ানমার থেকে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহল দলের উপস্থিতি দেখে সশস্ত্র মাদক কারবারিরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।
পরে বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে নদী পার হয়ে কেওড়া বাগানের মধ্য দিয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।
Discussion about this post