মিছবাহ আজাদ, উখিয়া –
উখিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবছার উদ্দিন শান্ত’র নেতৃত্বে ১৪ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৬ টায় উখিয়ার মরিচ্যা বাজারে এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ বর্তমান জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে মরিচ্যার প্রধান সড়কে স্বাগত মিছিল করে জেলা ছাত্রলীগের নতুন কমিটি’কে সংবর্ধিত করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান তার স্বাগত বক্তব্যে বলেন, ছাত্রলীগে ইতিহাস বাঙ্গালী জাতির ইতিহাস এই ত্যাগের ইতিহাস তরুণ প্রজন্মকে পৌঁছে দিতে সকল ছাত্রলীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ব হয়ে কাজ করতে হবে। সেই সাথে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের অনুরোধ জানান।
মারুফ আদনান আরো বলেন, আবছার উদ্দিন শান্ত একজন ত্যাগী ছাত্রলীগকর্মী। সে ১ যুগের বেশী সময় ধরে বঙ্গবন্ধুর আর্দশকে ভালবেসে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমান কক্সবাজার জেলা ছাত্রলীগ ত্যাগীদের মূল্যায়ন করবে ইনশাল্লাহ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিটের প্রায় দুই শাতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Discussion about this post