বার্তা সম্পাদক:
বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলার পালংখালী শাখার আওতাধীন ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি আজিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সাড়ে ১২ টার দিকে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এব্যাপারে সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আজিজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে একদল। ১৩ মিনিটের একটি ভিডিওকে কাটছাঁট করে আমার ২২ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালায়। আসলে ওইখানে স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে আলোচনা চলছিল, রাজনীতি নিয়েও বিভিন্ন কথাবার্তা হয়। সেখান থেকে কিছু কথা কেটে নিয়ে ভাইরাল করা হয়। যা আমি কখনোই বলতে চাইনি। বরং আমার বিপক্ষ দলের লোকজন বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ নং ওয়ার্ডের সভাপতিকে আমরা বহিষ্কার করেছি। পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ২২ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। সেখানে আজিজুর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন অকথ্য ভাষা ও বেমানান কথাবার্তা বলতে দেখা যায়। আর এতেই ক্ষুব্ধ হন মুজিববাদীরা।
এছাড়াও কথিত ছাত্রলীগ নেতা আজিজুর রহমানের বিরুদ্ধে অছাত্র সহ বিভিন্ন পোস্টে নৌকাকে অপমান করার অভিযোগ রয়েছে বলে জানা যায়।
Discussion about this post