ফারুক আহমদ, উখিয়া:
বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে কুকুর টিকাদান কার্যক্রম ২০২১উপলক্ষে এক অবহিত করণ সভা শনিবার (৩০ জানুয়ারী) উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালে মেডিকেল অফিসার (রোগ নির্ণয়) ডাক্তার এহেচান উল্লাহ সিকদার।
অবহিত করণ সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাবুদ্দিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুল মোর্শেদ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার কাজী ফাহমিদা ইয়াসমিন।
এ সময় হাসপাতালে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, উপজেলা সেনেটারী কর্মকর্তা, নার্স ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় জুনেটিক ডিজিস কন্ট্রোল কর্মসূচি বাস্তবায়নে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে উখিয়া উপজেলার প্রতিটি ওর্য়াড ও ইউনিয়নে ডাটাবেসের মাধ্যমে কুকুর গুলোকে ভ্যাকসিন প্রদান শুরু করা হবে।
Discussion about this post