আলাউদ্দিন সিকদার :
কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় তৈমুর রহমান (১৩) নামে এক সাইকেল আরোহী রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। এসময় দিল মোহাম্মদ (১২) নামে আরেক রোহিঙ্গা কিশোর আহত হয়।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুতুপালং বাজার সংলগ্ন কচুবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈমুর রহমান (১৩) কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আব্দুল লতিফের ছেলে ও আহত দিল মোহাম্মদ (১২) একই ক্যাম্পের আবু তাহের এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই জন রোহিঙ্গা কিশোর বাইসাইকেল চালিয়ে ঘুমধুম কুমির খামার দেখার জন্য যাচ্ছিল। এসময় কুতুপালং বাজার সংলগ্ন কচুবুনিয়া নামক স্থানে অপরদিক থেকে আসা দ্রুতগতির ডাম্পারের ভয়ে ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাদেরকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত তৈমুর রহমান (১৩) কে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তৈমুর রহমান উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। আহত দিল মোহাম্মদ (১২) বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
Discussion about this post