উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ স’মিল উচ্ছেদ করেছে বনবিভাগ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে বিট কর্মকর্তাদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স’মিলের বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
জানা গেছে, স’মিল তিনটির মধ্যে দুটির মালিক থাইংখালী ঘোনারপাড়া এলাকার স্থানীয় ছৈয়দ আকবর ও আবুল কালাম। অপরটির মালিক থাইংখালী রহমতের বিল এলাকার আক্তার হোসেনের বলে জানা গেছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মুহাম্মদ শফিউল আলম বলেন, জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে। উদ্ধারকৃত মালামাল উখিয়া রেঞ্জ অফিসে রাখা হবে।
Discussion about this post