উখিয়া সংবাদদাতা •
কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীতে অভিযান পরিচালনা করে তিন লাখ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব-১৫। রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক আসামিরা হলেন, থাইংখালী গৌজঘোনা এলাকার সোনা আলীর ছেলে আব্দুল মালেক (২৭) ও একই এলাকার মোঃ আলমের ছেলে মোহাম্মদ ওসমান গণি (২২)। এ ঘটনায় আরও চারজন পালিয়ে গেছে। তাদেরও মামলার আসামি করা হয়েছে।
পলাতক আসামিরা হলেন, থাইংখালী রহমতেরবিল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ শাহজাহান (৪৫), কলিমুল্লাহর ছেলে কামাল উদ্দিন (৩২), ধামনখালী এলাকার নুরুল ইসলাম মোহসেন আলী (২৪) ও আব্দুস সালামের ছেলে রবিউল শামীম বাবুশ্যা (২২)।
কক্সবাজার র্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে উখিয়ার থাইংখালী বাজারের পূর্ব পাশে অভিযান চালায় র্যাব। এ সময় দুজন সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা দুটি বস্তা তল্লাশি করে সর্বমোট তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ধৃতদের কাছে জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে আসামি করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post