নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসনসহ সকল শ্রেণির পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
১৩ জানুয়ারি (বুধবার) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, অফিস-আদালতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানজনক আচরণ করার আহবান জানান। এছাড়াও যানজট নিরসন, রোহিঙ্গা সমস্যা, স্থানীয় শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের চাকরি নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়নমূলক কর্মকান্ডের কমিটিতে সাংবাদিকদের সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খাঁন। আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, কৃষি কর্মকর্তা প্রসেনজিত তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, প.প. কর্মকর্তা জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের উখিয়া শাখার সভাপতি মেধু কুমার বড়ুয়া।
মতবিনিময় সভায় অংশগ্রহণের আগে নবাগত জেলা প্রশাসক মামুনুর রশিদ উখিয়া উপজেলা পরিষদ পৌঁছলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
Discussion about this post