নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৯ এ উত্তীর্ণ ৭২জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে বিকেলে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, উখিয়ার শিক্ষা প্রসারে মেধাভিত্তিক এই বৃত্তি পরীক্ষা ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্টপোষক উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর, জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, এনআই চৌধুরী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়াসহ আরো অনেকে।
এসময় উখিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের উত্তীর্ণ ৭২জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। অনষ্টান সঞ্চালনা করেন শিক্ষক মেধু কুমার বড়ুয়া।
উল্লেখ্য, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরীর নামে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন ২০০৪ সাল থেকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। যার মাধ্যমে গত ১৬ বছরে উপজেলার সহস্রাধিক শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে।
Discussion about this post