বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়া রেঞ্জের সদস্যরা অভিযান চালিয়ে ১১৭ টি সাদা বক উদ্ধারপূর্বক সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সদস্যরা শনিবার (৯ অক্টোবর) এই অভিযান পরিচালনা করেন।
রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর নিকট থেকে ১১৭ টি বক উদ্ধারপূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়।
পরে বিষয়টি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা সারওয়ার আলমকে অবগত করলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার নির্দেশ দেন।
তিনি জানান, আমি যোগদানের পর থেকে সরকারি সম্পদ রক্ষার পাশাপাশি বনজ সম্পদ রক্ষার্থে বিটকর্মকর্তা ও বনকর্মীদের সাথে নিয়ে রাত দিন কাজ করে যাচ্ছি।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পশুপাখি, জীববৈচিত্র্য রক্ষার পাশা পাশি সরকারি সম্পদ রক্ষার্থে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম বলেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়াসহ যেসব এলাকায় যারা পশুপাখি শিকার করে ঐসব পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে।
সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখলকারী, বনজ সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমিসহ সরকারি সম্পদ রক্ষার্থে কাজ করা হচ্ছে।
তাছাড়া অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
Discussion about this post