উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ইসহাক আহমদ (৮৫)। সে নুরের ডেইল এলাকার মৃত ফজল করিমের ছেলে।
জানা গেছে, ১৩ জানুয়ারি (বুধবার) ভোরে জালিয়াপালং ইউনিয়নের নুরের ডেইল এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন একই দিন বিকেলে ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, বন্য হাতির আক্রমণে নিহতের ঘটনার বিষয়টি তিনি অবগত নয় বলে জানান।
Discussion about this post