ইমরান আল মাহমুদ, উখিয়া –
উখিয়া উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে হোটেল রেস্টুরেন্ট পরিদর্শন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম।
শনিবার (২৩শে জানুয়ারি) মরিচ্যা বাজারে ৪টি রেস্টুরেন্ট ও ২টি বেকারী পরিদর্শন করেন তিনি।
রেস্টুরেন্টগুলো যথাক্রমে শাহ জব্বারিয়া হোটেল,সুইট ক্যান্ডি ও মধুবন। এসময় ভেজাল খাদ্য রোধে কঠোর নির্দেশনা প্রদান করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম জানান, প্রাইম বেকারীতে প্রায় ৮০ কেজি নষ্ট মিষ্টি পাওয়া যায়। এসব নষ্ট মিষ্টি নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৩ধারা অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
Discussion about this post