কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পাহাড়ি এলাকা মোছার খোলা এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি দুইটি অস্ত্র, ১৭ রাউন্ড তাজা গুলি, ১০ রাউন্ড গুলি দ্বারা লোডকৃত ম্যাগাজিন ও মাদকদ্রব্য ইয়াবাসহ মফিজুর রহমান (১৯) নামের এক যুবককে আটক করেছে উখিয়া থানা পুলিশ। সোমবার (১০ অক্টোবর) রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে মোছার খোলা বল খেলার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি দল উপজেলার পালংখালী ইউনিয়নের পাহাড়ি এলাকা মোছার খোলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এলাকাবাসীর সহযোগিতায় সন্ত্রাসী এই যুবককে আটক করতে সক্ষম হয়। আটক যুবক মোছার খোলা এলাকার ওবায়দুর রহমানের ছেলে।
তিনি জানান, আটকের পর তার নিকট থেকে একটি বিদেশি অস্ত্র, একটি দেশীয় তৈরি অস্ত্র, সতের রাউন্ড গুলি, দশ রাউন্ড গুলি দ্বারা লোডকৃত ম্যাগাজিন একটি, একটি মোবাইল সেট এবং ১৩১ (একশত একত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যাক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে পরে সব স্বীকার করেন তিনি। তার সাথে থাকা অন্যান্য সহযোগীরা পলাতক থাকলেও তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি শেখ মুহাম্মদ আলী।
Discussion about this post