কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্যরা। আটক মাদক কারবারিরা হল উখিয়া টাইপালং এলাকার মৃত: অলি আহম্মদের ছেলে মো. জসিম (৩৬) ও দরগাহবিল এলাকার জলাল আহম্মদের ছেলে সৈয়দ হোছন (৩০)।
শনিবার (২২অক্টোবর) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টিএন্টি শীলেরছড়া এলাকার মহাসড়কে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্যরা আভিযান চালিয়ে তাদের আটক করেন।
র্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানিয়েছেন, ধৃত ব্যক্তিদের দেহ, বাজারের ব্যাগ ও আশেপাশে এলাকা তল্লাশী করে মো. জসিম থেকে ৮০ হাজার ইয়াবা ও সৈয়দ হোছন থেকে ৪০ হাজর পিস সর্বমোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা মাদকদ্রব্য ইয়াবা গুলো তাদের বলে স্বীকার করে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Discussion about this post