নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া হিজলিয়া (পালংগার্ড়েন) এলাকায় ব্যাপরোয়া ডাম্পারের ধাক্কায় উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ের অফিস সহকারি মো: শাহ রেজা নিহত হয়েছেন।
১০ ফেব্রুয়ারি (বুধবার) সন্দ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া হিজলিয়া ব্রীজ এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাপরোয়া ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহি মো: শাহ রেজা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রেজা উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের টেকপাড়া গ্রামের বাসিন্দা মৃত: আব্দুর রাজ্জাক (প্রকাশ বেলার) পুত্র মোঃ শাহ রেজা। তিনি উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের অফিস সহকারি ছিলেন। মৃত্যুকালে তার স্ত্র, মা ও একটি শিশু সন্তান রেয়েছে বলে পারিবারিক সুত্র জানিয়েছেন।
তার মৃত্যুর খবর পেয়ে উখিয়া হাসপাতালে তাকে দেখতে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহেসান খান ও তার দির্ঘদিনের সহকর্মীরা।
এসময় উখিয়া হাসপাতাল প্রঙ্গনে তাকে দেখতে আসা স্বজনের আহাজারি ও সহকর্মীদের মাঝে এক শোকের ছায়া নেমে আসে।
Discussion about this post